মেহেন্দিগঞ্জে গাঁজাসহ ২ জন আটক

বরিশাল মেহেন্দিগঞ্জে গাঁজাসহ ২ জনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার (৮ সেপ্টেম্বর ) মেহেন্দিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয় । আটককৃতরা হলো খলিল (৫৫) ও ছিদ্দিক (৩৫)। জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী খলিল ও ছিদ্দিককে আটক করা হয় । পরে খলিলের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় । পাশাপাশি গাঁজা সেবনের অপরাধে ছিদ্দিককে আটক করা হয় ।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ।
সঞ্জয় গুহ /এইচকেআর