সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠির বিকল্প নেই: কর্মকমিশন চেয়ারম্যান

প্রশিক্ষণের কোন বিকল্প নেই। একজন মানুষকে বহুগুনে গুনান্বিত হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সবাইকে একযোগে কাজ করতে হবে। কেননা সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠির বিকল্প নেই । এক্ষেত্রে শিক্ষকরাই হচ্ছেন পথ প্রদর্শক। তাঁরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সকলের সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠবে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে। বুধবার (৮ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন কালে এসব কথা বলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)'র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন। অনলাইনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডিরেক্টিং স্টাফ (প্রজেক্ট) সৈয়দ মিজানুর রহমান, এনডিসি। ২দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট ও দপ্তর প্রধান কর্মশালায় অংশগ্রহণ করেন । আগামীকাল ৯ সেপ্টেম্বর কর্মশালার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষণ গ্রহণ করবেন ।
এইচেকআর