আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে জিআর-৮৩/১৬ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলামকে চাউকাঠি বাজার থেকে সহকারী উপপরিদর্শক খায়রুল ইসলাম গ্রেপ্তার করে।
সহকারী উপপরিদর্শক খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাউকাঠি বাজার থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী রফিকুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এইচেকআর