ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জে ডে খানের সাথে মজিবর রহমান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ  বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা  চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা  আইনজীবীদের নিয়ে কটূক্তি, সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা  কাউখালীতে ইউপি সদস্য গ্রেফতার ৩ বরিশালে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
  • পটুয়াখালীর শ্রেষ্ঠ ওসি কলাপাড়া থানার খন্দকার মোস্তাফিজুর রহমান

    পটুয়াখালীর শ্রেষ্ঠ ওসি কলাপাড়া থানার খন্দকার মোস্তাফিজুর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ-পিপিএম এর হাত থেকে জেলার শ্রেষ্ঠ ওসি'র সম্মাননা প্রশংসাপত্র গ্রহণ করেন কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান। এবার কোন সংগঠন কিংবা বেসরকারি সংস্থা নয়, খোদ নিজ প্রতিষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন কলাপাড়া থানার ক্লিন ইমেজের ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান এবং এস আই মো. মাসুম সরদার।

    থানার চৌকস এ কর্মকর্তা গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদকসেবন ও বিক্রয়কারীদের গ্রেফতার, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ সহ এলাকার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

    বুধবার বেলা ১২টায় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তাকে প্রদান করা হয়েছে প্রশংসাপত্র। এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম সহ জেলার বিভিন্ন উপজেলার অফিসার-ইনচার্জ গন উপস্থিত ছিলেন।

    ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান যোগদানের পর সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কলাপাড়া থানাকে মাদক, চাঁদা, সন্ত্রাস, জুয়া, চোর-ডাকাত ও বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় বাল্যবিবাহ বন্ধ, চাঁদাবাজদের গ্রেফতার, মাদক সেবন ও বিক্রয়, চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধে জড়িতদের, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার, একাধিক চোরাই গরু উদ্ধার, বিভিন্ন চোরাই মালামাল এবং অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি নিজেকে পুলিশিসেবায় নিয়োজিত রেখে প্রতিনিয়ত কলাপাড়া উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে ভূমিকা কাজ করে যাচ্ছেন। এতে অনেকগুণে বেড়েছে পুলিশি তৎপরতা, কমেছে অপরাধ।

    প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি এড়াতে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম এর নির্দেশনায় কলাপাড়াবাসীকে নিরাপদ রাখতে সতর্কতার সঙ্গে কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ দিয়ে মাঠে থাকেন তিনি।

    এ ব্যাপারে ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আমি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে অত্র এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সেবা প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    এদিকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন আপন নিউজ বিডি ডটকম ও কলাপাড়া সাংবাদিক ফোরাম সহ এলাকাবাসী।

     

     

     

     


    এনামুল হক/এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ