ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকেই ভোট দিতে হবে: চরমোনাই পীর নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের প্রশাসন কোনো পক্ষের হয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নুর ভোটে দায়িত্বরত কেউ গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না দুর্নীতির বরপুত্র বরিশাল বিআরটিএ’র শাহ আলম কারাগারে, আদালত চত্বরে সাংবাদিককে লাথি
  • চলতি মাসেই চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে পায়রা সেতু

    চলতি মাসেই চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে পায়রা সেতু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    রাতের ঘুটঘুটে অন্ধকারে দূর থেকে দেখা গেল বিন্দু বিন্দু আলোর সারি। দূরত্ব যত কমছিল, তত বড় হচ্ছিল সেগুলো। আরও কাছে গিয়ে বোঝা গেল, সেতুর আলোকসজ্জা এগুলো। এর প্রতিবিম্ব নদীর হালকা স্রোতের তালে দোল খাচ্ছে।

    এই দৃশ্য বরিশালের কুয়াকাটার লেবুখালীতে নির্মাণাধীন পায়রা সেতুর। নির্মাণ কাজ শেষ না হতেই প্রায় প্রতিদিন এখানে সেতু দেখতে আসছে দর্শনার্থীরা। বিশেষ করে সূর্য নামতে থাকলে ভিড় বাড়ে তাদের।


    সেখানে বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন বরিশাল নগরীর একটি স্কুলের শিক্ষক অনিক মজুমদার।

    তিনি বলেন, ‘রাতে দূর থেকে দেখলে মনে হয় কলকাতার বিদ্যাসাগর সেতু। এখনও চালু হয়নি, তবে সেতুতে ওঠার থেকে দূর থেকেই ভালো লাগছে।

    ‘বরিশাল থেকে কুয়াকাটা যেতে শেষ সেতু এটি। আসলে ফেরিও মিস করব আমরা। কত স্মৃতি এই ফেরিকে ঘিরে। তবে সাধারণ মানুষের জন্য এই সেতু আশীর্বাদ। দৃষ্টিনন্দন এই সেতু দেখে আমরা সত্যিই মুগ্ধ। কুয়াকাটা যাওয়ার পথে এমন দৃশ্য দেখে খুবই ভালো লেগেছে।’


    লেবুখালী ফেরিঘাট এলাকায় সেতু দেখতে আসা জুবায়ের আহম্মেদ বলেন, ‘ফেসবুকে সেতুর ছবি দেখে এখানে এসেছি। আসলে কলকাতার একটি সেতুর সঙ্গে প্রায় মিলে যায় এই সেতু।


    ‘আমি আমার ছোট ছেলেকেও নিয়ে এসেছি। ভালোভাবে দেখার জন্য ফেরিতে উঠে আপ-ডাউনও করেছি। সেতু যেদিন চালু হবে সেদিন পরিবারের সবাইকে নিয়ে আবার পুরো সৌন্দর্য্য দেখতে আসার ইচ্ছা আছে।’

    নগরীর বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুশফিকুর রহমান পরিবারসহ বেড়াতে যাচ্ছিলেন কুয়াকাটায়। পথে সেতু দেখতে থেমেছেন।

    তিনি বলেন, ‘লকডাউনের কারণে পরিবার নিয়ে কুয়াকাটা যেতে পারিনি। এখন যাচ্ছি। ফেরি পার হওয়ার সময় সেতুর আলোকসজ্জ্বা দেখে নেমেছি এখানে। আসলেই খুব ভালো লেগেছে। আশা করছি সামনের বার যখন কুয়াকাটা যাব, তখন এই সেতুতে করেই যাব।’

    এই পায়রা সেতুর কাজ প্রায় ৯৯ ভাগ শেষ বলে জানিয়েছেন সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুল হালিম।

    তিনি জানান, সেতুটি দুইটি অ্যাবাটমেন্ট ও ৩১টি পিলারের উপর দাঁড়িয়ে। চলতি মাসেই এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

    হালিম আরও বলেন, ‘বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পায়রা নদীর উপর এই সেতু চালুর মধ্য দিয়ে উপকূলের ৫০ লাখ মানুষের স্বপ্নপূরণ হতে চলেছে। ৩১টি পিলারে সেতুটিতে সড়কবাতি স্থাপন হয়েছে। সম্পূর্ণ সেতুটি এখন দৃশ্যমান।

    এই প্রকৌশলী জানান, সেতুটির সম্ভাব্য নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ