গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত বছরের ১৭ মার্চ থেকে সারাদেশের বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠান অঙ্গনে ছিল না ছাত্র ছাত্রীদের কোলাহল।
করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় প্রায় দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী রোববার থেকে বরিশালের গৌরনদীতে শিক্ষা প্রতিষ্ঠান গুলো খোলার জন্য সবরকম প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস সরকারি গৌরনদী কলেজ, সরকারি গৌরনদী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ করেন। সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষনায় সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে ফিরে এসেছে প্রাণচঞ্চলতা।