আগৈলঝাড়ায় এতিমখানার নতুন দ্বিতল ভবন উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার নতুন দ্বিতল ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এসময় বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র দীর্ঘায়ু কামনা ও তার সহধর্মীনি সাহান আরা আব্দুল্লাহর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আ. ছাত্তার মোল্লার সভাপতিত্বে নতুন দ্বিতল ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, শহীদ আরিফ সেরনিয়াবাত নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সমাজসেবা অফিসের কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন মানিক মোল্লা, ইয়াকুব আলী শিল্পী মোল্লা, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা, গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার সহ-সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোহম্মদ আলী আকন, যুন্ম
সম্পাদক ফরিদ খান, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন টুলু, সদস্য ইস্তেয়াকুর রহমান শাহিন, সাহাবুদ্দিন মোল্লা, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন মিলু, শহিদ আকন, বাবুল সরদার প্রমুখ। দোয়া মিলাদ পরিচালনা করেন গৈলা আল ফারুক এতিমখানার সুপার মাওলানা সৈয়দ ইমরান ও শিক্ষক মাওলানা গাফফার হোসেন।
এইচেকআর