ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

ত্রাণের দাবিতে বরিশালে রিকশা মিছিল

ত্রাণের দাবিতে বরিশালে রিকশা মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে সর্বাত্মক লকডাউনে সকল শ্রমিকদের ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা মিছিল করেছে বাসদ।

আজ শনিবার (১৭ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান থেকে এ রিকশা মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রিকশা ও লঞ্চ শ্রমিকরা জানান, লকডাউনে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে পন্টুনে লঞ্চ নোঙ্গর করে অসহায় দিন পার করছি। একতলা লঞ্চে প্রতিদিনের বেতনে তাদের কাজ করতে হয়। এখন লঞ্চ বন্ধ থাকায় তাদের না খেয়ে মরতে হচ্ছে। গেল লকডাউনে ত্রাণ পেয়েছিলাম। কিন্তু এবার ত্রাণ না পাওয়ায় রিকশা নিয়ে বের হলে প্রশাসনের বাঁধার সম্মুখীন হতে হয়। তাই রেশনের দাবিতে আন্দোলনে নেমেছি।

বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় দিন পার করছে মজুরেরা। তাদের ত্রাণ ও রেশনের ন্যায় বিকল্প ব্যবস্থার দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন।


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ