লকডাউনেও চলবে বইমেলা


করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও সরকারের লকডাউনের সিদ্ধান্তের প্রেক্ষিতে অমর একুশে বইমেলা প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। রবিবার (৪ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও সরকারের লকডাউনের সিদ্ধান্তের প্রেক্ষিতে অমর একুশে বইমেলা প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বইমেলার কার্যক্রম এভাবেই চলবে।
অনলাইন/এমইউআর
