কলাপাড়ায় ধূলাসার ইউপি চেয়ারম্যানকে তলব


পটুয়াখালীর কলাপাড়ায় ধূলাসার ইউপি চেয়ারম্যান আ: জলিল আকনকে সশরীরে তলব করেছেন আদালত। রবিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, উপজেলা ধূলাসার ইউনিয়নের মো: অহিদুজ্জামান মৃধা প্রতারনা ও আত্মসাতের অভিযোগে একই ইউনিয়নের হাজী নুরুল ইসলাম সহ তিন জনের বিরুদ্ধে আদালতে চলতি বছরের ১১ ফেব্রুয়ারী একটি নালিশী মামলা দায়ের করা হয় । আদালত মামলার অভিযোগের বিষয়ে ধূলাসার চেয়ারম্যানকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও চেয়ারম্যান প্রতিবেদন না দেয়ায় আজ আদালত ধূলাসার ইউপি চেয়ারম্যান আ: জলিল আকনকে প্রতিবেদন সহ সশরীরে তলব করেছেন। মামলার পরবর্তী তারিখ ২২ সেপ্টেম্বর ধার্য রাখা হয় । ।
আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া ও মামলার বাদী পক্ষের নিযুক্তীয় কৌশলী অ্যাডভোকেট আ: সত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
এনামুল হক / এইচকেআর
