ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত গৌরনদীতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর হামলা, আহত ৫ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জে ডে খানের সাথে মজিবর রহমান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ  বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা  চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা  আইনজীবীদের নিয়ে কটূক্তি, সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা 
  • আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ও তার স্ত্রী আহত 

    আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ও তার স্ত্রী আহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ও তার স্ত্রী গুরুতর আহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে ।  রোববার রাতে আগৈলঝাড়া থানায় আহত বৃদ্ধ লোকমান (৭০) বাদী হয়ে তিন জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। যার নং-৬ ।  

    সোমবার সকালে থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়  উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের লোকমান শাহ এর সাথে তার প্রতিবেশী মৃত রশিদ খানের ছেলেদের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। প্রতিপক্ষরা লোকমানের জায়গা দখল করে দোকান ঘর তোলার পায়তারা চালায়। গত মঙ্গলবার রাতে দুলাল খান (৪৫), আহসান খান আপাং (৪০), লিটন খান (৩৫) সহ তাদের লোকজন লোকমানের বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। তাদের বাধা দিলে বৃদ্ধ লোকমানকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় লোকমানকে বাঁচাতে তার  স্ত্রী এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে শ্লীলতাহানী ঘটায় তাঁরা । 

    স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃদ্ধ লোকমান শাহ জানান, জমি নিয়ে বিরোধের ঘটনা কেন্দ্র করে আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করলে প্রতিবাদ করি । এতে ক্ষিপ্ত হয়ে আমাকে বেধরক পিটিয়ে আহত ও স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানী ঘটায় হামলাকারীরা। একপর্যায়ে ঘরের মধ্যে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ অর্থও হাতিয়ে নেয় তাঁরা ।  এসময় ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।  অভিযুক্ত দুলাল খান জানান, লোকমান আমাদের জায়গা দখলে নিতে উল্টো মারধরের ঘটনা সাজিয়ে মামলা দিয়েছে। 

    এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার বলেন  হামলার অভিযোগ এনে বৃদ্ধ লোকমান বাদী হয়ে তিন জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রোববার রাতে মামলা দায়ের করেছেন । আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে ।  
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ