ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

মুলাদীতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি 

মুলাদীতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুলাদীতে দোকান ঘরের চাঁল কেটে  চুরির ঘটনা ঘটছে। সোমবার রাতে মুলাদী বন্দরের হিজলা মুলাদীর সংযোগ সেতুর পশ্চিম পাড়ে খন্দকার ষ্টোরে চুরির সংগঠিত হয়। দোকান মালিক ফিরোজ খন্দকার প্রতিদিনের মত সোমবার রাতে দোকান বন্ধকরে বাসায় চলে যায়। 

মঙ্গলবার সকালে দোকানে এসে চুরির বিষয়টি বুঝতে পেরে বন্দর ব্যবসায়ী সমিতির লোকজন কে বিষয়টি অবহিত করেন। ফিরোজ খন্দকার জানান দোকানে থাকা নগদ ২০ হাজার টাকা ২ লক্ষাধিক টাকার সিগারেট সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চোর চক্রটি। মুলাদী বন্দরের ব্যবসায়ীরা জানান বন্দরে একাধিক চুরি ডাকাতির ঘটনা ঘটলেও কোন চোর ডাকাত ধরা না পরায় এ ধরনের ঘটনা ঘটছে। বন্দরে ব্যাবসা বানিজ্য করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে বলেও  জানান। 

ব্যবসায়ীরা আইন শৃঙ্খলাবাহিনীর কাছে দাবি জানিয়েছে এ সকল চোর ডাকাত ও তাদের গডফাদারদের চিহিৃত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূল শাাস্তির ব্যবস্থা করা। এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান চুরির বিষয়টি আমি জেনেছি ।  লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 

 

 

মেহেদি হাসান/এইচকেআর


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন