ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

দেশব্যাপী পন্যবাহী পরিবহনে লাগাতার ধর্মঘটের ডাক

দেশব্যাপী পন্যবাহী পরিবহনে লাগাতার ধর্মঘটের ডাক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সড়ক পরিবহন আইনের কালো আইন বাতিলসহ ১০ দফা দাবিতে বরিশালে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। বুধবার সকাল ১১টায় নগরীর বান্দ রোডস্থ বরিশাল অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে সরকার দাবি না মানলে ২৭ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘন্টা সকল পন্যবাহী পরিবহন ধর্মঘট পালনের হুশিয়ারী দিয়েছেন। তাছাড়া ৪৮ ঘন্টার মধ্যেও দাবি না মানা হলে ২৯ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. রুস্তম আলী খানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, সদস্য সচিব মো. তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হোসেন মজুমদার। এছাড়া প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের জাকির, সমন্বয় পরিষদের যুগ্ম সদস্য সচিব আব্দুল জব্বার, অর্থ সচিব আহম্মেদ আলী, সমন্বয়ক হোসেন আহমদ মজুমদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ হাওলাদার। 

আলোচনা সভায় ১০ দফা দাবি পেশ করে নেতৃবৃন্দ বলেন, ‘সড়ক-মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি ও চাঁদাবাজি সহ মাসোহারা বন্ধ করতে হবে। ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিসরন করে লাইসেন্স প্রদান করা, পন্য পরিবহনের সময় মালামাল চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে জরুরি কার্যকর ব্যবস্থা করা, ট্রাক চালক লিটন ও আবু তালেব প্রামানিকসহ সকল হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় হওয়া সকল হত্যা মামলা প্রত্যাহার করতে হবে, বর্ধিত আয়কর প্রত্যাহার করে করোনাকালীন সময়ে পূর্বের ন্যায় জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিতে হবে, মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নির্দেশিকা অনুযায়ী পরিচালন ব্যয় আদায় করার সুযোগ দিতে হবে এবং বিতর্কিতদের নিয়ে কমিটি করার উদ্যোগ বাতিলসহ ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এসময় বক্তারা আরও বলেন, ‘আমরা চাইনা আন্দোলন করে জনগণের ভোগান্তি দিতে। তাই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালন করছি। সরকারের প্রতি আমাদের দাবি থাকবে আপনারা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে পন্যবাহী পরিবহন মালিক-শ্রমিকদের দাবি মেনে নিন। তা না হলে প্রাথমিক পর্যায়ে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৪৮ ঘন্টা পন্যবাহী সকল পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করা হবে। এর মধ্যেও যদি দাবি পুরন না হয় সে ক্ষেত্রে ২৯ সেপ্টেম্বর থেকে লাগাতার ধর্মঘট শুরু করতে বাধ্য হবো। 

এদিকে, আলোচনা সভা পরবর্তী বরিশাল অডিটরিয়াম সংলগ্ন বান্দ রোডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। যেখানে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বৃহত্তর বরিশাল, ফরিদপুর এবং খুলনা অঞ্চলের ১১টি জেলার পন্যবাহী পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন