ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

Motobad news

মনপুরায় ট্রলারে গ্যাসের চুলার আগুনে জেলে দগ্ধ

মনপুরায় ট্রলারে গ্যাসের চুলার আগুনে জেলে দগ্ধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরার মেঘনায় ইলিশ ধরা অবস্থায় এক জেলে ট্রলারে ভাত রান্নার সময় গ্যাসের চুলার আগুনে এক জেলে দগ্ধ হয়। এতে জেলের শরীরে ৫০ শতাংশ পুড়ে যায় ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইমুল হাসনাত।

বৃহস্পতিবার দুপুর ১ টায় মনপুরার পূর্বপাশে মেঘনায় ইলিশ শিকারের সময় রিয়াজ মাঝির ট্রলারে এই ঘটনা ঘটে।

চুলার আগুনে দগ্ধ হওয়া জেলে হলেন, মো. ফুয়াদ (১৪)। তিনি উপজেলার হাজীরহাট ইউনিয়নের সোনার গ্রামের বাসিন্দা মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি ওই জেলে ট্রলারে বাবুর্চির দায়িত্বে ছিলেন।

ঘটনা সূত্রে ও জেলে ট্রলারে মাঝি জানান, ভাত রান্নার পর গ্যাসের চুলা উল্টে বাবুর্চির দায়িত্বে থাকা জেলে ফুয়াদের উপর পড়ে যায়। এতে গরম ভাতের পানি ও চুলার আগুনে তার গায়ে লাগে। পরে তাকে দ্রুত মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার নাইমুল হাসনাত জানান, আগুন ও গরম ভাতের পানিতে জেলের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন