বিএনপি'র নেতা খন্দকার মাহাবুবের রোগমুক্তিতে জাগপার উদ্যোগে দোয়া

বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী এডভোকেট খন্দকার মাহাবুব হোসেনের রোগমুক্তি কামনায় ২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া -মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, ঢাকা মহানগর সভাপতি মেহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদ,যুব জাগপা'র আহ্বায়ক মীর আমির হোসেন আমু, মো. ওমর ফারুক প্রমুখ।
এইচেকআর