ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

Motobad news

এমপি শাওনের সুস্থতা কামনায় লালমোহনে ছাত্রলীগের দোয়া 

এমপি শাওনের সুস্থতা কামনায় লালমোহনে ছাত্রলীগের দোয়া 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহনে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বাদ আসর  লালমোহন উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, উপজেলা স্বেচ্ছাসেবলীগের আহবায়ক তানজিম হাওলাদার প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম।  

 
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা জনিত কারণে গত শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। ওই হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার বাসায় ফিরেন তিনি।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন