ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

মনপুরায় সাবেক এমপি’র মৃত্যুবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ

মনপুরায় সাবেক এমপি’র মৃত্যুবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরা-চরফ্যাসন আসনের আ’লীগের সাবেক এমপি অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ২৯ তম মৃত্যুবার্ষিকীতে ৪শত এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও সাবেক এমপি’র রুহের মাগফিরাত কামনায় হাজীরহাট মার্কাস জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে উপজেলা আ’লীগ। এদিকে হাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিনে হাওলাদারের উদ্যোগে ৬৮ মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

শুক্রবার জুম্মা নামাজের পর হাজীরহাট জামে মসজিদে এই দোয়া ও মিলাদ পড়ানো হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, সাবেক সম্পাদক শাহরিয়ার চৌধুরী দীপক, আ’লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, হাজীরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন মিয়া, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু, সম্পাদক গিয়াস উদ্দিন আযম, যুবলীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন