কলাপাড়ায় টাকা আত্মসাতের মামলায় তিন জনের কারাদণ্ড


কলাপাড়ায় টাকা আত্মসাতের মামলায় তিনজনেক এক বছর ছয় মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত । পাশাপাশি ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো পনের দিন সাজার আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামীদের অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন ।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদের বাহারকান্দা গ্রামের আবদুল সত্তার মাতুব্বরের পুত্র মো. আয়নাল হক (৫৬), খাজুরা গ্রামের মো. অহেদ সরদারের ছেলে আলাউদ্দিন এবং একই এলাকার আবদুল মজিদ রাড়ীর পুত্র মো. কাছেম রাড়ী । আদালতের বেন্ঞ সহকারী মো. ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন ।
আদালত সূত্রে জানা গেছে, কুযাকাটা পৌরসভার ফাঁসিপাড়া গ্রামের মো. আঃ সত্তার শরীফের পুত্র মৎস্য ব্যবসায়ী মো. জালাল শরীফের নিকট থেকে ২০১৩ সালের ৩ অক্টোবর ইলিশ মাছ দেয়ার নাম করে অগ্রিম বায়না বাবদ ৬ লক্ষ ৮৬ হাজার ৬ শ ছাপ্পান্ন টাকা নেয় আয়নাল হক আলাউদ্দিন, কাছেম রাড়ী. মন্নান শরীফ ও তার পুত্র আল ইসলাম , বেল্লাল বেপারীর , সোহাগ । অগ্রিম টাকা গ্রহন করার পর তারা জালাল শরীফের ব্যবসা প্রতিষ্ঠানে মাছ না দিয়ে তালবাহানা করে আসতে থাকে।
এতে জালাল শরীফ ব্যবসা হারিয়ে পথে বসে। জালাল শরীফ বহুদিন অপেক্ষা করে টাকা না পেয়ে ২০১৬ সালের ১৯ জুলাই তাদের কাছে টাকা দাবী করে না পেয়ে কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি,আর, মামলা নম্বার ২৪৩/২০১৬ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে স্হানীয় চেয়ারম্যান লতাচাপলী ইউনিয়নকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। চেয়ারম্যান ঐ বছরের ১০ আগষ্ট বাদীর ঘটনা সত্য বলে প্রতিবেদন দেন। বিচারক প্রতিবেদন পেয়ে আসামীদের বিরুদ্ধে সমনের আদেশ প্রদান করেন।
আসামীরা আদালতে আত্মসমর্পণ হয়ে বাদীর পাওনা টাকা পরিশোধের শর্তে জামিন গিয়ে আসামী মন্নান, আল ইসলাম, বেল্লাল বেপারী, সোহাগ, তাদের অঙ্ঘিকার মোতাবেক টাকা পরিশোধ করলেও আয়নাল হক, আলাউদ্দিন, কাছেম রাড়ী টাকা পরিশোধ করে না ।
পরে বিচারক সাক্ষী প্রমান গ্রহনে ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার আসামী আয়নাল হক ও আলাউদ্দিনকে ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড, আসামী কাছেম রাড়ীকে ১ বছর কারাদন্ড ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড আদেশ প্রদান করেছেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন, এ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান, আসামী পক্ষে এডভোকেট মোঃ মজিবুর রহমান তালুকদার।
এইচেকআর
