বরিশালে ট্রাক চাঁপায় নিহত প্রতিবন্ধি ভিক্ষুক


বরিশালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী প্রতিবন্ধি ভিক্ষুকের মাথা ফেঁটে মাটির সাথে মিশে গেছে। এতে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ওই প্রতিবন্ধি ব্যক্তির।
রবিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কেন কাশীপুর গালস্ হাইস্কুল এন্ড কলেজের পার্শ্ববর্তী একটি শাখা সড়কে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ঘাতক ট্রাক এবং চালক রিয়াজ সরদারকে আটক করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত প্রতিবন্ধি ভিক্ষুক আব্দুল মালেক (৪০) নগরীর ৩০ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম চহঠা এলাকার মৃত হেলাল উদ্দিন হাওলাদারের ছেলে এবং এক সন্তানের জনক।
তথ্য নিশ্চিত করে মহানগরীর এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রায়হানুর রহমান জানান, ‘শাখা সড়কের মধ্যে শারীরিক প্রতিবন্ধি ওই ভিক্ষুক হাটতে ছিলেন। একই সময় একটি লোকাল ট্রাক ওই সড়কে প্রবেশ করে।
তখন প্রতিবন্ধি ব্যক্তি পাশে সরে যেতে চাইলে স্কুলের দেয়ালের সাথে ধাক্কা লেগে ট্রাকের পেছনে পড়ে যায়। ট্রকটি রাস্তার পাশে খাদায় পড়ে পেছনের দিকে ধাক্কা খেলে প্রতিবন্ধি ভিক্ষুকের মাথার ওপর উঠে যায়। এসময় বিকট শব্দে তার মাথা ফেঁটে মাটির সাথে মিশে যায় এবং ঘটনস্থলেই তার মৃত্যু হয়।
এইচকেআর
