ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

মহিপুরে যুবকের রহস্যজনক মৃত্যু 

 মহিপুরে যুবকের রহস্যজনক মৃত্যু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর মহিপুরে সুমন খান নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে মহিপুর সদর ইউপির মনোহরপুর গ্রামে পাইকবাড়ি সংলগ্ন একটি দোকানের সামনে অচেতন অবস্থায় ওই যুবককে দেখতে পায় স্থানীয়রা। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।  সুমন ওই ইউপির লতিফপুর গ্রামের মজিদ খানের ছেলে। 

মৃতের বাবা জানান, সুমন মদ পানসহ বিভিন্ন নেশায় আসক্ত ছিলো। এলাকাতেও চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। তবে ঠিক কখন কীভাবে তার ছেলের মৃত্যু হয়েছে তিনি জানেন না। 

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, মৃত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন