ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের প্রনোদনা দিতে এসএমই ফাউন্ডেশনের সভা

ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের প্রনোদনা দিতে এসএমই ফাউন্ডেশনের সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশনের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত ২য় ধাপের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিষয় অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনর সহকারী মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা, সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি ব্যাংক এবং বিসিক, উইমেন চেম্বার, চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন। মূলত, করোনা ভাইরাসের প্রভাবে দেশের ক্সুদ্র শিল্প উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করছে সরকার।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন