মঠবাড়িয়া থানার ওসির অপকর্মের বিষয়ে মুখ খুলে এলাকাছাড়া ঠিকাদার!

নির্যাতনের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিপাকে পড়েছেন এক ভুক্তভোগী।
সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে শফিকুল ইসলাম নামে ওই ভুক্তভোগী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, চলতি বছর গত ২৪ আগষ্ট বরিশাল প্রেসক্লাব ও ২৯ আগষ্ট মঠবাড়িয়া প্রেসক্লাবে হাজির হয়ে ওসির বিরুদ্ধে হয়রানি ও ঘুষ গ্রহনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করি।এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আকারে অভিযোগ করি।
এ ঘটনার পর থেকে আমার বাসায় প্রতিদিন পুলিশ পাঠানো হচ্ছে। আমি নিরুপায় হয়ে এখন প্রাণনাশের ভয়ে এলাকা ছাড়া। আমাকে মাদক ও ডাকাতি মামলায় ফাসানোর পায়তারা করছে ওসি নুরুল ইসলাম বাদল।
শফিকুল ইসলাম বলেন, মঠবাড়িয়া থানার ওসির অপকর্মের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ পুলিশের আইজপি, বরিশাল রেঞ্জ ডিআইজি, পিরোজপুরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।অভিযোগের প্রেক্ষিতে পিরোজপুরের পুলিশ সুপার আমাকে ডেকে পাঠালে আমি তার কার্যালয়ে যাই।সেখানে আমার লিখিত জবানবন্ধী রাখা হয়। এ ঘটনা অনেক দিন হলেও কোন ব্যবস্থা নেয়নি পিরোজপুরের পুলিশ সুপার। এরপর আমি বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামের সাথে দেখা করি। তিনি পুরো বিষয়টি শুনে আশ্বাস দিলেও এখন অবদি কোন ব্যভস্থা গ্রহন করেননি।
তিনি আরও বলেন, এর আগে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার সময় ওসী তার থানার পুলিশ সদস্যদের দিয়ে আমাকে হয়রানি করে। এক পর্যায়ে মঠবাড়িয়ার সাংবাদিকরা ওসীকে ফোন করলে তিনি পুলিশ সদস্যদের সরিয়ে নিতে বাধ্য হন। ওসীকে এ সকল বিষয়ে সাহায্য করছে পিরোজপুরের মঠবাড়িয়া থানার তুষখালী এলাকার একাধিক মামলার আসামি ও চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছগির মিয়া।আমি মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদলের হয়রানি থেকে বাচতে প্রশাসনের সাহায্য কামনা করছি।
এ ব্যাপারে ওসি নুরুল ইসলাম বাদল বলেন, শফিক থানার একটি মামলার নিয়মিত আসামী।এর আগে আমি তাকে চিনতাম না। শফিক মারামারি করে একজনের মাথা ফাটিয়ে দিয়েছিলো। সেই ঘটনায় তাকে থানায় আনা হলে বাদী পক্ষ বিষয়টা মিমাংসায় রাজি হয়নি।এক পর্যায়ে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই তিনি আমার পিছু লেগে আছে। আমি এই থানার ওসী,এখানে অনেক রাজনৈতিক বিরোধ আছে। কেউ না কেউ হয়তো শফিককে আমার বিরুদ্ধে ব্যবহার করছে। আর ছগির মেম্বার নামে কোন ব্যাক্তির সাথে আমার সম্পর্ক নেই।
এসএম