ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে ১০৪ অসহায় মানুষের মাঝে চেক বিতরণ

বরিশালে ১০৪ অসহায় মানুষের মাঝে চেক বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ১০৪ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৪ লাখ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১ টার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত অনুদানের আর্থিক সহায়তার এ চেক বিতরণ করা হয়।

বরিশাল জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক দিলারা খানম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন