ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকেই ভোট দিতে হবে: চরমোনাই পীর নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের প্রশাসন কোনো পক্ষের হয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নুর ভোটে দায়িত্বরত কেউ গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না দুর্নীতির বরপুত্র বরিশাল বিআরটিএ’র শাহ আলম কারাগারে, আদালত চত্বরে সাংবাদিককে লাথি
  • দুমকিতে মুরাদিয়া-ভক্তবাড়ী সড়কের বেহাল দশা

    দুমকিতে মুরাদিয়া-ভক্তবাড়ী সড়কের বেহাল দশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারের জিরো পয়েন্ট থেকে কলবাড়ী বাজার হয়ে ভক্তবাড়ী সড়কটির বেহাল দশা। এতে সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছেন পথচারীসহ স্কু-কলেজের শিক্ষার্থীরা। মেরামত জরুরি হয়ে পড়েছে। মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণপ্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ এই সড়কটি দিয়ে যাতায়াত করে। ব্যবসায়ীরা এ রাস্তা দিয়ে মালমাল পরিবহন করে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও শাকসবজি বোর্ড অফিস বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রির জন্য একমাত্র যাতায়াত মাধ্যম এ রাস্তাটি। রাস্তাটি বর্তমানে বিভিন্ন স্থানে খানাখন্দে পরিনত হয়েছে। 

    বিটুমিন ও খোয়া উঠে গর্তে পরিনত হয়েছে। অটোরিকশা ভ্যান, মটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাস্তার এমন বেহাল অবস্থার কারণে গত জুন মাসের প্রথমদিকে এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে সন্তান প্রসব করেছেন। স্থানীয়রা জানান, প্রতিশ্রুতি মিলেছে অনেক, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছেনা।

    উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান সাংবাদিকদের জানান, ১০.৪ কিলোমিটার দীর্ঘ রাস্তার ৬ কিলোমিটার কলবাড়ি বাজার পর্যন্ত আম্ফপান প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে এবং কল বাড়ি বাজার থেকে ১ কিলোমিটার পানিউন্নয়ন বোর্ডের আওতায় আগষ্টের সভায় উপস্থাপন করা হয় এবং বাকি রাস্তা পরবর্তীতে সংস্কারের ব্যবস্থা করা হবে। এছাড়াও রাস্তাটি সংস্কারের দাবি জানান স্থানীয় জনগন। 

    এ প্রসঙ্গে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার এ প্রতিবেদককে বলেন, আমি নির্বাচিত হওয়ার পরই সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। রাস্তা মেরামতের জন্য ইতিমধ্যে কর্তৃপক্ষ একাধিকবার মেপে গেছেন। অচিরেই মেরামতের কাজ শুরু হবে। এছাড়াও তিনি ৯নং ওয়ার্ডের সন্তোষ দীলঞ্চঘাট-নেঘাবান বাড়ি পর্যন্ত ওয়াপদা বেড়ি বাঁধের কাঁচা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের কাছে। অবিলম্বে সংস্কার করা না গেলে শত শত একর ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। 


    জাকির হোসেন হাওলাদার /এইচকেআর
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ