ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ইয়াবাসহ কারা পুলিশ আটক

ইয়াবাসহ কারা পুলিশ আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


ঝিনাইদহের কালীগঞ্জে তুষার আলী নামের বরখাস্তকৃত এক কারা পুলিশকে ইয়াবাসহ আটক করছে থানা পুলিশ। 

গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা শহরের কলাহাটা থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। 

আটক তুষার আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৌবাড়িয়া গ্রামের এনামুল হকের ছেলে। এক বছর আগে ঝিনাইদহ জেলা কারাগারে কর্মরত থাকাকালে তাকে বরখাস্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরের কলাহাট ডাকবাংলোর সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় তুষার আলীকে আটক করে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক তুষার আলীর বির”দ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন