ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ 

বরিশালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের অস্তিত্ব বিপন্ন করার হীন ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে  বিক্ষোভ সাম‍াবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। 


মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ নাহীদ হোসেন তালুকদার এর সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বলেন বরিশালে ডিগ্রি ‍‍ইঞ্জিনিয়ারদের সংগঠন ‍আইইবি কতৃক সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের অস্তিত্ব বিপন্ন করার যে হীন ষড়যন্ত্র করা হচ্ছে তা আসলেই দুঃখজনক। আমরা এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই।


সমাবেশে বরিশাল  ইন্সটিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ সহ ,বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ এবং পলিটেকনিকের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন