ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

বাবুগঞ্জে দিন দুপরে ঘরের তালা ভেঙ্গে চুরি

বাবুগঞ্জে দিন দুপরে ঘরের তালা ভেঙ্গে চুরি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জ কলেজ গেট এলাকায় দিন-দুপুরে ঘরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কলেজ গেট গালর্স স্কুল সংলগ্ন ব্যবসায়ী রিপন হাওলাদারের প্রফেসার লেন’র ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ থানার এসআই মোঃ আজাদ। 

রিপন হাওলাদার জানান, তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয় চাকরির সুবাদে বাসায় তালা লাগিয়ে যায়। চোর চক্র ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্টীলের আলমিরায় রাখা ১লক্ষ ১২ হাজার টাকা ও স্বর্ণের রুলি ২টি, তিন জোরা কানের দুল নিয়ে যায়।

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমারা চোর সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন