ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো ভারত অবৈধ পথে ইরানে প্রবেশ চেষ্টা, তীব্র শীতে ৪০ আফগান অভিবাসীর মৃত্যু রোজায় কৃত্রিম সংকট ঠেকাতে পৌনে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ, সংঘর্ষ নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫ মাথায় বালিশ ঠেকিয়ে গুলি, কাটা হতো পেট, এরপর ফেলে দেওয়া হতো নদীতে বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ যে ৫৭ দল অংশ নিতে পারে নির্বাচনে, কী তাদের প্রতীক আমরা এমন নির্বাচন চাই, যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা
  • পটুয়াখালীতে নৌ-পুলিশের প্রহারে জেলে মৃত্যুর অভিযোগ

    পটুয়াখালীতে নৌ-পুলিশের প্রহারে জেলে মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের নির্যাতনে সুজন চৌকিদার (৩০) নামক এক জেলে মৃত্যুর অভিযোগ উঠেছে।

    সোমবার (২১ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলার চর বালিয়াতলীর ডোশ এলাকার এ ঘটনা ঘটে।


    এসময় উত্তেজিত স্থানীয়রা লালুয়া নৌ-পুলিশ ফাড়িঁর এএসআই মামুনসহ চার সদস্যকে অবরুদ্ধ করে। এতে নৌ-পুলিশের ২ সদস্যসহ তাদের বহনকারী ট্রলারের মাঝি আহত হয়েছে। পুলিশের দাবি সুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সুজন ওই এলাকার আ. সত্তার হাওলাদারের পুত্র।

    সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছেছেন কলাপাড়া উপজেলা র্নিবাহী অফিসার (ইউএনও)। ইউএনও, ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশের আশ্বাসে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া সাপেক্ষে তখন চার পুলিশ সদস্যকে ছেড়ে দেয় উত্তেজিত জনতা। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।

    সুজনের সাথে থাকা জেলেরা জানায়, বেলা সাড়ে এগারটায় চর বালিয়াতলী সংলগ্ন বঙ্গোপসাগরের প্রথম বয়ার কাছে ট্রলার নিয়ে মাছ ধরার সময় লালুয়া নৌ-পুলিশ ফাঁড়ির ট্রলারটি নিষিদ্ধ কারেন্ট জালে মাছ শিকার করছে এমন অভিযোগে তাদের ধাওয়া করে ডোশের খালের অভ্যন্তরে নিয়ে যায়। এসময় ট্রলারে থাকা অপর ৪ জেলে পালিয়ে গেলেও সুজন ট্রলারেই থেকে যায়। নৌ-পুলিশ ফাড়িঁর এএসআই মামুনসহ চার পুলিশ সদস্যরা ওই ট্রলারে ওঠে সুজনকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ