লেবুখালি সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করার দাবিতে মানববন্ধন

লেবুখালি সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নগরীর অশ্বীনি কুমার হলের সামনে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বরিশালের '৬৯ এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ছিল বরিশাল এ. কে.স্কুলের ছাত্র পটুয়াখালীর সন্তান আলাউদ্দিন। ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি বরিশাল শহরে ১৪৪ ধারা ভেঙে মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নিয়ে গুলবাগ হােটেলের মােড়ে ই পি আরের গুলিতে মারা যায় এ. কে. স্কুলের নবম শ্রেণীর ছাত্র আলাউদ্দীন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল এই যে, আমাদের অঞ্চলের এই বীর সন্তান আলাউদ্দিনের স্মৃতিতে বরিশালে অদ্যবধি কোন স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়নি।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে বরিশাল ও পটুয়াখালীর সংযোগস্থল পায়রা নদীর উপরে লেবুখালি সেতু নির্মিত হয়েছে যার উদ্বোধন আগামী অক্টোবর মাসে হবে বলে শােনা যাচ্ছে। এই সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করে তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করলে জাতি হিসেবে আমাদের দায়িত্ব পালন করা হবে বলে আমরা মনে করি।
এসময় বক্তারা বরিশালবাসীর পক্ষ থেকে লেবুখালি সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করার জন্য
দাবি জানায়।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, বাসদের জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ বরিশাল এ. কে.স্কুলের শিক্ষাথীবৃন্দ।
এসএম