নগরীর রূপাতলীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

বরিশাল জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
শুক্রবার (২৪সেপ্টেম্বর) সকাল ১০টার সময় নগরীর রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এই শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ হাওলাদার ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, মহানগর আ'লীগের সাবেক সহ-সভাপতি মীর আমিন উদ্দিন মোহন, বরিশাল সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, মহানগর যুবলীগ নেতা আতিক, মহানগর যুবলীগ নেতা মানিক, ২১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রানা সহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।
এইচেকআর