ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

লকডাউন দেখতে বের হয়ে পরিবারসহ আটক !

লকডাউন দেখতে বের হয়ে পরিবারসহ আটক !
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

বাইরে লকডাউন কেমন হচ্ছে। তাই দেখতে বাড়ির তিন শিশু নিয়ে আজ ভ্রমনে বের হন জনৈক ব্যক্তি। মোটসাইকেলে ঘোরাঘুরির এক পর্যায়ে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তাদের গতিরোধ করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া বলেন, তারা লকডাউন দেখতে বের হয়েছিলেন। তবে আমাদের বলেছিল বই কিনতে বের হয়েছেন। 

এক মোটরসাইকেলে চারজন উঠানো নিয়ে কোন সদুত্তোর দিতে পারেননি।

 তবে ওই মোটরসাইকেলে তিন জন শিশু থাকায় তাদের জরিমানা করা হয়নি। বাড়িতে পাঠানো হয়েছে। 

একইসাথে লকডাউনে স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে মোটসাইকেল চালককে সতর্ক করা হয়েছে।

 


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন