দৌলতখানে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল বৃদ্ধের

ভোলার দৌলতখানে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আব্দুর রশিদ ওই ওয়ার্ডের মৃত ফখরল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন জেলে।।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে আব্দুর রশিদ নদীতে মাছ শিকারে যাওয়ার পথে খালপাড় নামক এলাকায় পৌঁছালে রাস্তায় পরে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচেকআর