তালতলীতে গলায় ফাঁস লেগে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বরগুনার তালতলীতে খেলতে গিয়ে গলায় রশি পেচিয়ে মাদ্রসাছাত্রের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার ছাতনপাড়া গ্রামে।মৃত শিশু মোস্তাফিজুর রহমান তুহিন (১০) উপজেলার ছাতনপাড়া গ্রামের মোতালেব হোসেন লিটনের ছেলে এবং তালতলী মদিনাতুল উলুম মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র।
জানাগেছে, ছাত্র মোস্তাফিজুর রহমান তুহিন ঘরে অব্যহহৃত ট্রাউজারের রশি নিয়ে খেলতে ছিল। ওই রশি তুহিনের গলায় ফেঁসে যায়। এ সময় ঘরে কেউ ছিল না। মা রেবা বেগম বাহিরে কাজ করছিল। তুহিনের শব্দ না পেয়ে মা রেবা বেগম ঘরে এসে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে রশি খুলে ফেলে তাৎক্ষনিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দীলিপ রায় তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ তদন্ত শেষে পরিবারের দাবীর প্রেক্ষিতে তুহিনের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত মোস্তাফিজুর রহমান তুহিনের মা রেবা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, ছেলে ছুটিতে মাদ্রাসা থেকে শুক্রবার বাড়ীতে আসে। রাতে ঘরে একা অব্যবহৃত ট্রাউজারের রশি নিয়ে খেলতেছিল। ওই ট্রাউজারের রশি গলায় পেচিয়ে মারা গেছে।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দীলিপ রায় বলেন, তুহিনকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। তার গলায় রশি পেচানোর চিহৃ রয়েছে।
তালতলী থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এইচেকআর