ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিনিয়র স্বাস্থ্য সচিব

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিনিয়র স্বাস্থ্য সচিব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়া ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিনিয়র স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়া।  শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেন্টাল অক্সিজেন সরবরাহ কক্ষসহ হাসপাতালের কম্পাউন্ড ও টিকা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও করোনা ভাইরাস প্রতিরোধে টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সিনিয়র স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে টিকা নেয়ার আহবান জানান এবং সকলকে মাস্ক পরিধান করতে অনুরোধ করেন। টিকা নিতে আসা সকলের সাথেও তিনি কুশল বিনিময় করেন তিনি। এসময় জরার্জীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন ভেঙ্গে নতুন ভবন করে দেয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা, ডা. মিজানুর রহমান, ডা. সৈকত জয়ধর, ডা. জাহেদ হোসেন, ডা. তানজিলা আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন