বরিশালে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক


বরিশাল নগরীতে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (১৮ এপ্রিল) ১৪নং ওয়ার্ডস্থ খালেদাবাদ (রিফিউজি) কলোনী এলাকা থেকে সৈয়দ হারুনের ছেলে সৈয়দ হাসান(২৮) এবং আনোয়ার হোসেন আন্নু এর ছেলে মোঃ এফরান হোসেন লিয়নদ্বয়কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
বরিশাল ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্টোপলিট পুলিশের নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আঃ রহমান মুকুল পিপিএম এর নেতৃত্বে, এসআই সুজিত কুমার গোমস্তা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।
আটকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
/ইই
