ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশাল বিআরটিসি আর পিছিয়ে পড়বে না: বিআরটিসি চেয়ারম্যান

বরিশাল বিআরটিসি আর পিছিয়ে পড়বে না: বিআরটিসি চেয়ারম্যান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসির) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, বিআরটিসির দুর্নীতি দমন করতে আমি অনেক বড় বড় ও কঠিন জায়গায় হাত দিয়েছে। আমি ধরে নিয়েছি এই দুনীতি রুখতে গিয়ে আমি হয়তো কাল নাও থাকতে পারি। কিন্তু আমি কোন কারনে পিছপা হবো না।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড় টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বরিশাল ডিপো কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে   তিনি এসব কথা বলেন। 

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম আরও বলেন, বরিশাল ডিপোর কিছু অনিয়ম আমাদের নিকট অভিযোগ আকারে এসেছে। আমাদের সচিব মহোদয় গত সপ্তাহে বরিশাল ভিজিট করেছে। তিনি আমাকে কিছু দিক নির্দেশনা দিয়েছে। তার দিকনির্দেশনারা  পেক্ষিতে আমি দ্রুত এসেছি। 

তিনি বলেন, আমরা অনিয়মের অনুসন্ধান চালাচ্ছি।সবকিছু কাটিয়ে দ্রুত বরিশাল বিআরটিসিকে একটি নতুন রূপ দিব ।  বরিশাল বিআরটিসি আর পিছিয়ে পড়বে না। এছাড়া ইতোমধ্যে বরিশালে যে সকল অনিয়ম হয়েছে তার জন্য যারা দায়ী তারা ছাড় পাবে না। বিআরটিসিকে আমি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দেখেতে চাই। যেখানে খরচের চেয়ে আয় বেশি হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (হিসাব) মো. আমজাদ হোসেন, বরিশাল ডিপোর ম্যানেজার মো. জাহাঙ্গির আলম সহ ডিপোর বিভিন্ন স্থরের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন