গৌরনদীতে স্কুল ছাত্রী হত্যার পাঁচ বছর পর প্রধান আসামী গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে পাঁচ বছর পর অষ্টম শ্রেণীর ছাত্রী কবিতা আক্তার হত্যা মামলার প্রধান আসামী কালুকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার (২৫ সেপ্টেম্বর ) সকালে ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদের সহয়তায় তাকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত কালু উপজেলার ধানডোবা গ্রামের লালমিয়া হাওলাদারের পুত্র। রবিবার সকালে গ্রেপ্তারকৃত কালুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানার এসআই কেএম আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন ২০১৬ সালে উপজেলার টরকী গার্লস স্কুলের ছাত্রী কবিতা হত্যার পর লিবিয়ায় পালিয়ে যায় আসামী আজাদ হোসেন কালু। শনিবার সকালে লিবিয়া থেকে দেশে ফিরে কালু। বিমানবন্দরে কাগজ যাছাই-বাছাইয়ে কালুর বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি জানতে পারেন ইমিগ্রেশন কর্মকর্তারা। পরবর্তীতে ইমিগ্রেশন থেকে গৌরনদী মডেল থানায় যোগাযোগ করা হলে ওইদিনই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। রোববার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এইচেকআর