আগৈলঝাড়ায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় করোনা রোগীদের বিনামূল্যে ফ্রি সেবা দানের লক্ষে বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র পক্ষে অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের সভাপতিত্বে করোনা রোগীদের বিনামূল্যে ফ্রি সেবা দানের লক্ষে অ্যাম্বুলেন্স উদ্বোধন ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফরহাদ তালুকদার, সুমন্ত রায়, বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির সিকদার, সোহাগ হোসেন, সজিব সরদার, মামুন মোল্লা প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন গৈলা আল ফারুক এতিমখানার সুপার মাওলানা সৈয়দ ইমরান।
এইচেকআর