জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনের সহধর্মিনীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ফজলুল করিম শাহীন এর স্ত্রী মাসুমা পারভিন মিতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত ১১.৪৫ মিনিটের সময় ঢাকা এভারকেয়ার হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রবিবার বাদ আছর নগরীর আমানতগঞ্জ ঈদগাহ মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো.ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট একে এম জাহাঙ্গির হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ বিশিষ্ট জন,রাজনৈতিক,সামাজিক ও যুবলীগ সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন ।
এইচেকআর