জেলা আ'লীগের শোক

বরিশাল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল করিম শাহীনের সহধর্মিণী মাসুমা পারভীন মিতা'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর।
রোববার ( ২৬ সেপ্টেম্বর ) বিকেলে এক শোক বার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। এসময় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
রোববার আসর নামাজ বাদ নগরীর আমানতগঞ্জ ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে মরহুমার কফিনে পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি'র পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুসসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ, মাসুমা পারভীন মিতা'র শনিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এইচেকআর