চরফ্যাসন ঝগড়া মিটাতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ

চরফ্যাসনে প্রতিবেশীদের ঝগড়া বিবাদ মিটাতে গিয়ে বৃদ্ধ হামলার শিকার হয়েছে । সোমবার সকাল সাড়ে ৯ টায় শশিভূষণ থানার চর কলমি ইউনিয়নের চর নাঙ্লাপাতা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। শশিভূষণ থানার চর নাঙ্লাপাতা গ্রামে প্রতিবেশী মালেক মাতব্বর এর উপর খোকন বয়াতি এই হামলা চালায়। বেধড়ক হামলায় আহত হয়ে মালেক মাতব্বর বর্তমানে চরফ্যাশন উপজেলার সদর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন।
এলাকা বাসি জানান  শাহাবুদ্দিন এবং  নিজাম দুই ভাই  দায় দেনা হয়ে অনেক আগেই এলাকা ছাড়া হয়ে তাদের বাড়ি ঘর দেখা শুনার জন্য প্রতিবেশী সানু মাতব্বর এর স্ত্রী বিউটি বেগমকে দেখা শুনার দায়িত্ব দিয়ে যান। কিন্তু পাশের বাড়ির প্রভাবশালি খোকন বয়াতি জোর জুলুম করে ঐ বাড়িটি ভোগদখল করতে বারবার চেস্টা চালায়।  আর এতে বাধা হয়ে দাড়ায় আরেক প্রতিবেশী আবদুল মালেক মাতব্বর। ঘটনার দিন সকালে মালেক মাতব্বর এর ছাগল ঐ বাড়িতে গেলে সুযোগ বুঝে খোকন বয়াতি আকস্মিক তার উপর বেধরক হামলা চালায়।  হামলার ঘটনা সম্পর্কে খোকন বয়াতি বলেন আমি তার উপর হামলা করিনি।  এ ঘটনায় শশিভূষণ থানার অফিসার্স ইনচার্জ  রফিকুল ইসলাম বলেন আমি কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যাস্তা গ্রহণ করব।
 
এইচেকআর