ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

পটুয়াখালীতে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

পটুয়াখালীতে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় শহরের আবদুল হাই বিদ্যানিকেতন মাঠে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। পরে সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে উপস্থিত সকলকে কেক খাওয়ানো হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কুদ্দুছ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
এছাড়াও আওয়ামী লীগ কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনের উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথা।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন