ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

মাছধরা ট্রলার উল্টে জেলের মৃত্যু

মাছধরা ট্রলার উল্টে জেলের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে কূলে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার উল্টে গিয়ে ঘটনাস্থলেই ট্রলার মালিক রুহুল আমিন খানের (৫০) মৃত্যু হয়েছে । এসময়  ট্রলারে থাকা  ৫ জেলে গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ট্রলারসহ জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন  বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ।

 তিনি বলেন বঙ্গোপসাগর থেকে মাছ ধরে পাথরঘাটায় আসার পথে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় ঝড়ে কবলে পরে ৬ জেলেসহ ট্রলারটি উল্টে যায়। এতে ওই ট্রলারে থাকা ৫জন জেলে সাঁতার কেটে উঠতে পারলেও ট্রলার মালিক রুহুল আমিন খান বেরিয়ে আসতে পারেননি। কিছুণ পর পার্শবর্তী জেলেদের সহায়তায় রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উল্টে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন