অতিক্রমকারী হর্ণ ব্যবহার: বরিশালে ৪টি যানবাহনকে জরিমানা

অতিক্রমকারী হর্ণ ব্যবহার করায় বরিশালে ৪টি যানবাহনকে জরিমানা করা হয়েছে । মঙ্গলবার সকালে বরিশাল পরিবেশ অধিপ্তর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সহকারী কমিশনার সমাপ্তি রায় এর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড ও কাশিপুর এলাকায় এ অভিযান চালানো হয় ।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল পরিবেশ অধিদপ্তর থেকে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানা যায় । বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয় মঙ্গলবার সকালে নগরীর রূপাতলী বাস্ট্যান্ড ও কাশিপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ।
এসময় বাংলাদেশ পরিবেশ সরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন-২০১০ ) এবং শব্দ দুষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা , ২০০৬ মোতাবেক শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহার করায় ১টি বাস, ১ টি ট্রাক ,২টি কাভারভ্যানসহ চারটি যানবাহন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । এসময় উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. তোতা মিয়া এবং বি এম রকিব উদ্দিন ।
এইচেকআর