ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে ৩৫  শিশুর পরিবারকে পেল প্রনোদনা 

প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে ৩৫  শিশুর পরিবারকে পেল প্রনোদনা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিবস উপলক্ষে  কর্মজীবি শিশুকে শিক্ষার সাথে সম্পৃক্ত করতে পরিবারকে আয়বর্ধক ব্যাবসায় অর্থ সহায়তা প্রদান করা হয়েছে । মঙ্গলবার সকালে  বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আভাসের আয়োজনে এ অর্থ সহয়তা প্রদান করা হয় ।

 এসময় মানুষের জন্য ফাউন্ডেশন অর্থিক সহযোগিতায়, বরিশাল  জেলা প্রশাসেনর  সহযোগিতায়  কর্মজীবি শিশুদের শিক্ষার সাথে সম্পৃক্ত করতে আয়বর্ধক ব্যাবসার জন্য ১০ হাজার টাকা করে ৩৫ জন শিশুর পরিবারকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা টাকা প্রনোদনা দেওয়া হয়। আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক সার্বিক প্রশান্ত কুমার দাস । 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর সমন্বয়কারী শিশু সুরক্ষা ইউনিট প্রধান রাফেজা শাহীন, শ্রী জীবন কৃষ্ণ দে । এসময়  জেলা শিশু সুরক্ষা কমিটি ও  কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সদস্য, সাংবাদিক সহ প্রায় শতাধিক শিশু  ও অভিভাবক উপস্থিত ছিলেন । চলতি মাসে বরিশালের ন্যায়  ভোলা ও পটুয়াখালী ১৫টি পরিবারকে একই হারে ব্যাবসা প্রনোদনা দেওয়া হবে জানিয়েছেন আভাসের নির্বাহী পরিচালক ।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন