প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে ৩৫ শিশুর পরিবারকে পেল প্রনোদনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিবস উপলক্ষে কর্মজীবি শিশুকে শিক্ষার সাথে সম্পৃক্ত করতে পরিবারকে আয়বর্ধক ব্যাবসায় অর্থ সহায়তা প্রদান করা হয়েছে । মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আভাসের আয়োজনে এ অর্থ সহয়তা প্রদান করা হয় ।
এসময় মানুষের জন্য ফাউন্ডেশন অর্থিক সহযোগিতায়, বরিশাল জেলা প্রশাসেনর সহযোগিতায় কর্মজীবি শিশুদের শিক্ষার সাথে সম্পৃক্ত করতে আয়বর্ধক ব্যাবসার জন্য ১০ হাজার টাকা করে ৩৫ জন শিশুর পরিবারকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা টাকা প্রনোদনা দেওয়া হয়। আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সার্বিক প্রশান্ত কুমার দাস ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর সমন্বয়কারী শিশু সুরক্ষা ইউনিট প্রধান রাফেজা শাহীন, শ্রী জীবন কৃষ্ণ দে । এসময় জেলা শিশু সুরক্ষা কমিটি ও কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সদস্য, সাংবাদিক সহ প্রায় শতাধিক শিশু ও অভিভাবক উপস্থিত ছিলেন । চলতি মাসে বরিশালের ন্যায় ভোলা ও পটুয়াখালী ১৫টি পরিবারকে একই হারে ব্যাবসা প্রনোদনা দেওয়া হবে জানিয়েছেন আভাসের নির্বাহী পরিচালক ।
এইচেকআর