ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় আব্দুর রাজ্জাকের মালিকানাধীন আল্লাহর দান নামের ট্রলার ডুবির একদিন পরে ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জেলেরা হলো, উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির হোসেন (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)। 

বুধবার সকাল ৮ টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। ট্রলার মালিক আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সহ সভাপতি আবুল হোসেন ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ঝড়ের কবলে পরে ১১ জেলে নিয়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় ৩ জেলে নিখোঁজ হয়। 

আবুল হোসেন ফরাজী জানান, ঘটনার পরেই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিহতের স্বজনদের সাথে নিয়ে উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছিল। উদ্ধার করতে যাওয়া ট্রলারটি জেলেদের খোঁজ পেয়ে উদ্ধার করে লাশ নিয়ে আসতেছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব না হলেও উদ্ধার কাজ চলছে।

 কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, ৩ জন জেলে নিখোঁজের বিষয়ে আমরা জেনেছি তবে উদ্ধার হয়েছে এ বিষটি আমাকে কেউ জানায়নি। তাছারা ট্রলারটি উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যাহত আছে।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন