ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

Motobad news

দৌলতখানে বৃদ্ধকে গলা কেটে হত্যা

দৌলতখানে বৃদ্ধকে গলা কেটে হত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দৌলতখানে আব্দুস সাত্তার (৫৫) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ সেপ্টেম্বর)  সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবিউল্যাহ হাওলাদার বাড়ির সুপারি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। নিহত আব্দুল সাত্তার ওই ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব উল্যাহর ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  আব্দুল সাত্তার কয়েকদিন ধরে তাঁর বাগানের সুপারি চুরি হওয়ার আশঙ্কায় বাগানেই রাত্রিযাপন করেন। গত মঙ্গলবার দিবাগত  রাতে বৃদ্ধকে  গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার সকালে স্থানীয়রা  তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে তদন্ত চলছে।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন