ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ-মাহফিল, দোয়া- মোনাজাত ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়।

বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান খালেদা ওহাব, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শাহ আলম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক এবং বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, রহমতপুর ইউপি সচিব তারিকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার তনিকা সরকার, উপজেলা পরিষদের সিএ শাহরিয়ার রহমান বাবু, সেইন্ট-বাংলাদেশের সমন্বয়কারী এস.এম তাহাজ্জুদ হোসেন, প্রকল্প কর্মকর্তা হারুনার রশিদ, দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আরিফ হোসেন, সহ-সভাপতি প্রভাষক সাইফুল রহিম, সাবেক সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক আল-আমিন হাওলাদার প্রমুখ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সম্পাদক সাইফুল ইসলাম আতিক, ছাত্রলীগ নেতা ফায়জুল হক, অন্তু মুনতাসির, যুবলীগ নেতা নাজবীর হোসেন রচি প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এক মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন খানপুরা আলীম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আ.জ.ম সামসুল আলম। পরে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল ইউএনও এবং এসিল্যান্ডসহ আমন্ত্রিত অতিথিদের কেক খাইয়ে মিষ্টিমুখ করান।

এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সম্পাদক মৃধা আকতারুজ্জামান মিলনের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটে আওয়ামী লীগ।
এছাড়াও বিকালে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক আরিফ আহমেদ মুন্নার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন