আগৈলঝাড়ায় বিষপানে দুই গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে দুই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছে। মুমূর্ষ অবস্থায় ওই দুই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার পাশ্ববর্তী কারফা গ্রামের বিবেক হালদারের স্ত্রী এক সন্তানের জননী অনামিকা হালদার (২০) পারিবারিক কলহের কারনে স্বামীর সাথে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।
অনামিকা হালদারের স্বামী বিবেক জানান, তুচ্ছ ঘটনায় আমার সাথে ঝগড়া হলে অনামিকা অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।
অপরদিকে একইদিন উপজেলার পাকুরিতা গ্রামের দুলাল পান্ডের স্ত্রী বিথী পান্ডে (২৫) তুচ্ছ ঘটনায় ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাঁর পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, কীটনাশক পানে অসুস্থ দুই রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।
এইচেকআর