ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

দুমকিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দুমকিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর দুমকিতে জাটকা/মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ১১টায় মুরাদিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সভায় মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর মিয়া, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আনোয়ারুজ্জামান চুন্নু, মুরাদিয়া বিট অফিসার এসআই সঞ্জয়, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় মুরাদিয়া ইউনিয়নের জেলে, মাঝি, আড়ৎদার, ট্রলার মালিক ও জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সভায় জাটকা ও মা ইলিশ সংরক্ষণে ৪ অক্টোবর থেকে শুরু হওয়া অবরোধ কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। 
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন